কচুয়া সংবাদদাতা : চাঁদপুর কারাগারে বন্দী অবস্থায় কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলালকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
শনিবার সকাল থেকেই হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে নেতাকর্মীরা। তারা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের জগতপুর ও কচুয়া-ঢাকা সড়কের পালাখাল এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে । এছাড়া কচুয়া-কুমিল্লা-চাঁদপুর সড়কের সুবিদপুর এলাকায় রাস্তায় গাছের গুড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। পরে পুলিশ গিয়ে গাছের গুড়ি সরিয়ে দেয়। এদিকে, হরতালের কারণে ঢাকা-কুমিল্লা ও চাঁদপুরের সঙ্গে কচুয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে পূজা ও ঈদে বাড়ি আসা মানুষ ছুটি শেষে কাজের উদ্দেশে ঢাকাসহ অন্যান্য জায়গায় যেতে পারছে না। বন্ধ রয়েছে উপজেলা শহরের দোকানপাট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, হরতালে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দুলাল গত সেপ্টেম্বর মাস থেকে চাঁদপুর কারাগারে। তিনবার জামিন পাবার পর প্রত্যেকবার আবারো তাকে নতুন মামলায় জেলগেটে আটকানো হয়। গত ৭/৮ দিন ধরে সে কারাগারে অসুস্থ অবস্থায় ছিল। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেবার পর ১৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে। চাঁদপুরের জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, চিকিৎসার ক্ষেত্রে তারা কোন অবহেলা হয় নি। জ্বর ও গ্যাসজনিত সমস্যায় ভুগছিল দুলাল। জেলে পুলিশি নির্যাতনের শিকার হয়ে দুলালের মৃত্যু হয়েছে অভিযোগ করে উপজেলা বিএনপি এর প্রতিবাদে শনিবার কচুয়ায় হরতালের ডাক দেয়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।