অনলাইন ডেস্ক-
ঢাকা: অবশেষে রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ন্যান্সির পৈত্রিক বাসভবনে পুলিশি অভিযানের পর তিনি একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি রাজনৈতিক আশ্রয়ের দিকেই যাবেন বলে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার বিকেলে বাংলামেইলকে জানান।
গণমাধ্যমে সামগ্রিক বিষয় তুলে ধরতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করবেন ন্যান্সি।
ন্যান্সি বলেন, ‘গতরাতে আমার বাসায় সম্পূর্ণ অকারণে পুলিশি অভিযান হয়েছে। আমার নেত্রোকোনার বাড়িতে একদল পুলিশ কোনোরকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই অভিযানে যায়। কিন্তু আমি ফোনে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট চাইলে তারা তা নেই বলে জানান। ফোনে আমার সাথে তারা অশালীন ভাষায় কথা বলেন। তাই আমি একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপত্তাহীনকতার কারণে আমার ছোট ভাইকে ঢাকায় আমার বাসায় নিয়ে এসেছি।’
তিনি আরো বলেন, ‘ফেসবুকে আমি আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পর থেকেই আমাকে প্রাণনাশ ও গ্রেপ্তারসহ নানা ধরনের হুমকি ধামকি দেয়া হচ্ছে। কিন্তু আমি সেসব পরোয়া করিনি। কিন্তু যখন আমার পরিবারের ওপর আওয়ামী লীগ সরকার আক্রমণাত্মক অবস্থানে চলে গেছে সেক্ষেত্রে আমি এখন সরাসরি বিএনপি করতে চাই। এছাড়া আমার আর কোনো উপায় নেই।’
বাসায় অভিযানের ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার জাকির হোসেন বাংলামেইলকে জানান, হরতালের সময় পুলিশের ওপর হামলা হয়েছিল। তার সূত্র ধরেই আসামি ধরতে সেই বাসায় অভিযান চালানো হয়। আর কোথাও আসামি লুকিয়ে থাকার তথ্যের ভিত্তিতে কোনো বাসায় অভিযান চালানোর জন্য ‘বিশেষ পরিস্থিতি’তে সোর্চ ওয়ারেন্ট লাগে না।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে ন্যান্সি তার স্ট্যাটাসে নিজেকে বিএনপির সমর্থক বলে দাবি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ন্যান্সির মা প্রয়াত জ্যোৎস্না হক নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি ছিলেন। ন্যান্সি তার মায়ের সঙ্গে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করতেন। সেই থেকে জাসাসের সঙ্গে তার পরোক্ষ যোগাযোগ ছিল। এছাড়া, তার পরিবার বিএনপির সমর্থক বলে নেত্রকোনায় পরিচিত।