চাঁদপুর: ২৫ অক্টোবরের সহিংসতা এড়াতে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে ৯ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে কচুয়া থেকে ২ বিএনপি সমর্থক, মতলব দক্ষিণ থেকে ২ বিএনপি নেতা, শাহরাস্তি থেকে বিএনপির ১ সমর্থক ও ১ জামায়াত নেতা এবং ফরিদগঞ্জ থেকে ৩ শিবির কর্মীকে আটক করা হয়।
এছাড়াও নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে যাতে কেউ ঢাকা যেতে না পারে সেজন্যই এ তল্লাশি অভিযান।
এদিকে চাঁদপুরে পুলিশের ধরপাকড়ে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি অজানা আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।