শাহাদাত হোসেন -মালয়েশিয়া থেকে-
কুয়ালালামপুরের রেষ্টুরেন্ট রাজধানীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বুকের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় ৪২ বছর পর আজ নিজ দেশের প্রশাসনের গুলির আঘাতে নিজের রক্তে মাতৃভূমির মাটি রক্তে লাল। এবারের বিজয় দিবসে তাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীসহ জাতি দিবসটি পালন করছে বেদনায়। এ দেশ হায়নার কবল থেকে মুক্ত করে বিজয় ছিনিয়ে আনা হয়েছিল। নিজের বাকস্বাধীনতা রক্ষা এবং মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৭১ সালের ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনার মাধ্যমে অর্জিত স্বাধীনতা। আর এই সাধিনতা ৪২ বছর পর হয়েছে আজ স্বদেশীয় নব্য বাকশালের হাতে জিম্মি। যার নায়ক অবৈধ ভাবে বাংলার রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা খুনি হাসিনা । আজ তারা কেঁড়ে নিতে চাইছে মানুষের সেই ভোটের অধিকার। আসুন দেশনেএী বেগম খালেদা জিয়ার ডাকে সবাই সাড়া দিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনি মানুষের ভোটের অধিকার। নব্য বাকশালীদের বাংলার মাটিতে কবর রচনা করে ছিনিয়ে আনতে হবে আরেকটি বিজয়।
কুয়ালালামপুর বাংলাদেশী মসজিদের সম্মানীত খতিব মাওলানা মো: মহি উদ্দিনের পবিত্র কোরআন তেলওয়াত ও স্বাধীনতাযুদ্বে জীবনদানকারী বীর শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
এসময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে ৫ই জানুয়ারী ঘোষিত প্রহসনের নির্বাচন বন্ধ করে অনতিবিলম্বে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও বিএনপির সকল নেতা কর্মীদের মুক্তি দিতে সরকারকে কঠোর হুশিয়ারী প্রধান করেন ।
অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মু: জহিরুল ইসলাম হিরনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি মো: শহীদ উল্ল্যাহ শহীদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড: আহমেদ বোরহান,বরিশাল মেহেন্দীগন্জ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো: সোলায়মান হোসেন নিকসন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ।
এসময় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারন সম্পাদক ড: এম কে রহমান আরিফ,যুগ্ন-সাধারন সম্পাদক মো: এনায়েত হোসেন,বিএনপি নেতা হাবিবুর রহমান শিশির ও তারেক পরিষদ মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান রেজা ।
আলোচনা সভায় আরও উপস্হিত ছিলেন বিএনপি সহ-সভাপতি আবদুল আজিজ,যুগ্ন সম্পাদক আবদুল আজিজ,মাসুদ রানা,সহ-সাংগঠনিক এস,কে ফয়েজ,প্রচার সম্পাদক কামাল উদ্দিন রানা,বিএনপি নেতা হেলাল আকন্দ, সেকান্দার আলী,আ: হামিদ,সালাহ উদ্দিন টিটু,রিয়াজ,তারেক পরিষদ সভাপতি কাজী সোহেল মাহমুদ,যুবদল নেতা মো: রমজান আলী,সুজন,বাদল কারার,আনিসুর রহমান চেীধুরী,আবুল খায়ের ও সবুজ প্রমূখ ।