নিজস্ব প্রতিনিধি-
মাল্টিলেভেল কোম্পানি বিডি লিংক সিস্টেমের একটি মৎস্য ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রগতি এগ্রোভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রাহকের টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করলেও এক বছর অতিবাহিত হয়ে গেলেও তারা ফেরত দেয়নি। টাকা ফেরত পাওয়ার জন্যে গ্রাহকরা ফরিদগঞ্জের পৌর মেয়রের নিকট অভিযোগ করে। প্রত্যেক গ্রাহককে তিনশ’ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেয় এমন অভিযোগ করেন মোঃ মোস্তফা কামাল মানিক পিতা ঃ হাজী আবু বকর সিদ্দিক। গ্রামঃ পাইকপাড়া ফরিদগঞ্জ। সে জানায়, আব্দুল মোমেন একটি স্টাম্পে অঙ্গীকারনামা প্রদান করে এক বছরে সে আমার নিকট থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে চুক্তি হয় এক বছর পর লাভসহ ফেরত দিবে। কিন্তু মেয়াদ শেষ হলেও টাকা ফেরত দেয়ার কোনো খবর নেই। সে বিভিন্ন অজুহাত দেখিয়ে যাচ্ছে। বর্তমানে টাকা জমাদানকারী গ্রাহকরা তাদের পাওনা টাকা না পেয়ে হতাশায় ভুগছেন। এ ব্যপারে তারা প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।