স্টাফ রিপোর্টার ॥
শহরের জোড়পুকুর পাড় এলাকার সাবেক খাদ্য অফিসের ২য় তলায় বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর অনলাইন সিস্টেম (ব্রডব্যান্ড) অফিসের কন্টোল রুমে থাকা ডিভাইস, তার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্থরা।
চাঁদপুর অনলাইন সিস্টেম (ব্রডব্যান্ড) এর মালিক পক্ষ শেখ মোঃ মোতালেব জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় অফিসে কেই না থাকায় আশপাশের লোকজন অফিসের ভেতর থেকে পুড়ে যাওয়া মালামালের গন্ধ পেয়ে আমাকে জানায়। তাৎক্ষনিক আমি ফায়ার সার্ভিসের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কন্টোল রুমে থাকা ডিভাইস, তার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।