প্রতিনিধি
গত ১৪ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যাওয়া কিশোর শাকিল (১৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছে। সে গত বৃহস্পতিবার তার ভগ্নিপতির নবনির্মিত ভবনের কাজ দেখাশোনা করতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তার শরীরে আগুন লেগে যায়। এতে তার শরীরের অর্ধভাগ পুড়ে অঙ্গার হয়ে যায়। ভবনের নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের বার্ন ইউনিটে কিশোর শাকিল মৃত্যু যন্ত্রণায় ছটপট করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার মরদেহ মধ্য তরপুরচণ্ডি এলাকার ৫নং ওয়ার্ড মিজি বাড়িতে নিয়ে আসলে গতকাল ১৫ আগস্ট শুক্রবার সকাল ৯টায় টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।