চাঁদপুর: চাঁদপুর শহরের তালতলা এলাকার এলজিইডি অফিসের সামনে ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- চাঁদপুর শহরের আজহার আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও আবুল বাশার বাসুর ছেলে আলমগীর হোসেন (২৮)। তারা দুজনই ডিসলাইনের কর্মচারি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে খোকন ও আলমগীর ডিস লাইন ঠিক করতে এলজিইডি অফিসে যায়। সেখানে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে যায় খোকন। তাকে বাঁচাতে গিয়ে আলমগীরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন ও আলমগীরকেকে মৃত বলে ঘোষণা করেন।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।