বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসব মুখোর পরিবেশে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে দুপুর থেকে শামছুল হক ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে তার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ থেকে কর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে রাজধানীর ওসমানী উদ্যানে।
এছাড়া ঢাকায় অবস্থাণরত ফরিদগঞ্জবাসীরাও এর সাথে যোগ দেয়। বিকেলে সেখান থেকে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বিভিন্ন ব্যানার, পেস্টুন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহম্মদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মাসুদুল করিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক লীগ সম্পাদক এইচ এম হারুন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক দেলোয়ার হোসেন মিজি, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার, কামাল হোসেন শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকায় অবস্থাণরত ফরিদগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও দলীয় নেতৃবৃন্দ ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।