মতলব প্রতিনিধি ঃ
গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ শাহজাহান শিকদারের উদ্যোগে দুঃস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়। বিতরণের আগেই মাইকিং করে যাকাতের কাপড় বিতরনের তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। ভোর থেকে উপজেলার হাজার হাজার নারী পুরুষ বিতরন স্থান কলাকান্দা বৃদ্ধাশ্রমে উপস্থিত হতে থাকে। বাদ জুম্মা শাড়ী ও লুঙ্গি বিতরন শুরু হয়। আগামী কাল পর্যন্ত বিতরন চলবে। শাহাজাহান শিকদার প্রতি বছর মতলব উত্তরসহ দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষাধিক শাড়ী ও লুঙ্গি বিতরন করে থাকেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সম্পূর্ণ নিজ অর্থে মসজিদ নির্মাণ করে দিয়ে থাকেন। যাকাত বিতরনে উপস্থিত ছিলেন শাহাজাহান শিকদারের পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
যাকাতের কাপড়-লুঙ্গি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বিতরনের জন্য সকাল থেকে মতলব উত্তর থানা পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। শাড়ি-লুঙ্গি বিতরনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চাঁদপুর নিউজ সংবাদ