মিজান লিটন ছাইদানি হোক ফুলদানি এ ঘোষণা দিয়ে ধূমপান না করার প্রত্যয় ব্যক্ত করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। শুধু তাই নয়, ধুমপানের জন্য মাসিক যে অর্থ ব্যয় করা হতো সেই ৫ হাজার টাকা ১০ জন দুঃস্থ অসহায় বৃদ্ধ-বৃদ্ধার মাঝে ৫শ টাকা করে প্রতি মাসে আমৃত্যু প্রদান করবেন বলে ঘোষণা দেন। তার সাথে এক মত পোষন করে সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: জহিরুল ইসলাম সহ আরো ৯জনসহ ১০জন আইনজীবী ধুমপান পরিহার করার ঘোষনা দেন। তারা ধুমপানের অর্থ অসহায় দু:স্থদের মাঝে প্রদান করবেন বলে ও ঘোষনা দেন।
মঙ্গলবার বিকেল ৫টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও আইনজীবীদের উপস্থিতিতে জনাকীর্ণ পরিবেশে তিনি এই ঘোষণা দেন। আইনজীবীর সমিতির সভাপতিকে অনুসরন করে চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এড:কামরুল ইসলাম,এড:আলহাজ্ব জাহাঙ্গীর আলম,এড:আনোয়ার হোসেন, আ্যড. বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সফিক গাজীসহ ৫ ব্যক্তি ধূমপান ছেড়ে দেয়ার ঘোষণা দেন। এ উপলক্ষে অ্যাড. ইয়াসিন আরাফাতের পরিচালনায় আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদত, বর্তমান সভাপতি বিএম হান্নান, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকির, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাংবাদিক শওকতআলী,একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন ও সাংবাদিক মাসুদ আলম প্রমুখ। সভায় ১০ বৃদ্ধ-বৃদ্ধাকে সহায়তা প্রদান করা হয়।
যে ১০ জনকে সহায়তা প্রদান করা হয় তারা হলেন মালেকা বানু, আমিরেন নেছা, আনোয়ারা বেগম, তাজু বেগম, রাবেয়া বেগম, বুলু বেগম, মনোয়ারা বেগম মণি, বুলু বেমম, শামসুল হক, মনোয়ারা বেগম।