স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ লুটে নিয়ে ৩ জনকে আহত করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, ওই এলাকার জলিল খন্দকারের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত রোববার রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে আহত হয় হাবিব (৫), সোহেল (২৮) ও সুমন (২৫)। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় ১টি অভিযোগ করা হয়। এতে উল্লেখ করা হয়, ঐ এলাকার দেলোয়ার ও ওয়াসিম মৃধার নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী বসতঘরে ব্যাপক ভাংচুর করে। এ ছাড়া ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন ও ২টি স্বর্ণের রুলি নিয়ে যায়। পশ্চিম বিষ্ণুদীর মৃত নুরু মৃধার ছেলে দেলোয়ার ও মৃত সোনা মৃধার ছেলে ওয়াসিমের নামে মডেল থানায় অভিযোগ করায় ঐ পরিবারের প্রতি বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। পরে অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই গৌতম দাস ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ব্যাপারে তিনি বলেন, ঘটনা তদন্তকালে সব বেরিয়ে আসবে। জলিল খন্দকারের ছেলে আরিফ হোসেনের অভিযোগের সত্যতা মিলেছে। সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় নেয়া হবে।
উল্লেখ্য, জলিল খন্দকারের ক্রয়কৃত জমির উপর জোরপূর্বক ঘর উত্তোলন করে দেলোয়ার ও ওয়াসিম মৃধা। এতে বাধা প্রদান করে আরিফ হোসেন। আর এ ঘটনার রেশ ধরে গত রোববার রাতে সন্ত্রাসীরা হামলা চালায়।