ফরিদগঞ্জ: ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর নামক স্থানে গতকাল বিকেল সাড়ে ৩টায় আলু ভর্তি ট্রাক সামনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ট্রাক চালকের করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, ট্রাক চালক পুরাণবাজার থেকে আলু ভর্তি করে রায়পুরের উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে এ দূর্ঘটনার শিকার হয়। নিহত চালকের বাড়ি ইচলী এলাকার ঠাওদ্দার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আহসান হাবিব (২৬)। উল্লেখ্য নিহত আহসান হাবিব ১৯ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের ১১দিন যেতে না যেতেই ট্রাক চালকের এ করুণ মৃত্যু হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর নিউজ সংবাদ