মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন কমান্ডার মোঃ আবদুস শুক্কুর (৬০) লিভার প্রদাহে আক্রান্ত হয়ে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন ( ইন্নালি …… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১১টায় ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভার বারোআনী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা শেষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্দাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার পক্ষে মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার মুজাম্মেল হক, ডেপুটি কমান্ডার এমএ ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে বিআরডিবি কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, ছেংগারচর পৌর সংসদের কমান্ডার আবদুস সাত্তার শ্রদ্ধাঞ্জলী জানান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।