স্টাফ রিপোর্টার::
চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যাভিনেতা মরহুম মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর শহরের বিভিন্ন মস্জিদে মোহাম্মদ আলী স্মৃতি সংসদের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান, মরহুমের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খি, মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়ায় মরহুম মোহাম্মদ আলী, তার ভাই মরহুম হযরত আলী, পিতা মোহাম্মদ জুলফিকার আলী, মাতা বেগম সৈয়দেন্নেছাসহ সকল মৃত আত্মীয় স্বজন ও পৃথিবীর সকল মৃত মুসলমান মানুষের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বাইতুল আমিন জামে মস্জিদের পেশ ইমাম মাওলানা তোয়হা সাহেব দোয়া করতে গিয়ে বলেন মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এদেশের জন্য যুদ্ধ করে অনেক অবদান রেখে গেছেন। আজ তিনি নেই, আমরা খোদার দরবারে তার জন্য দোয়া চাই এবং তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন তার জন্য দোয়া চেয়ে মুনাজাত করেন। বাইতুল আমিন জামে মস্জিদের মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা তোয়হা, রেলওয়ে জিলানীয় জামে মস্জিদের মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন, খতিব হাফেজ মাওলানা ওবায়েদুল্লাহ, চৌধুরী জামে মস্জিদের দোয়ার অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ইমাম হযরত মাওলানা হোসাইন আহাম্মেদসহ শহরের বিভিন্ন মস্জিদের ইমাম, পেশ ইমামগণ ও ধর্মপ্রাণ মুসলমানরা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনা করে তার জন্য দোয়া করেন। এছাড়া তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ সকলের মঙ্গল কামনা ও আশুরোগ মুক্তি কামনা করে খোদার দরবারে বিশেষ প্রার্থনা করেন। পরে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বুধবার বাদ আছর বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডার গার্টেন শিশু বিদ্যালয়ে মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মরহুমের পরিবারে পক্ষ থেকে সাংবাদিক মোঃ শওকত আলী, সভাপতিত্ব করবেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডঃ দেবাশীষ কর মধু। উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্য এবং তার সকল ভক্ত ও শুভাকাঙ্খীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, অ্যাডঃ দেবাশীষ কর মধু।