চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে প্রায় ২শত রোগীকে বিনামূল্যে হোমিও চিকিৎসা প্রদান
স্টাফ রিপোর্টার
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৫ ডিসেম্বার বৃহস্পতিবার ও আজ ১৬ ডিসেম্বার শুক্রবার ২ দিন ব্যাপী জেলাার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে প্রায় ২শত রোগীকে হোমিও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২দিন ব্যাপী এ চিকিৎসা সেবা গত ১৫ ডিসেম্বার সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন এ কলেজের প্রতিষ্ঠাতা,সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন,উপাধ্যক্ষ ডাঃ ফরিদ আহম্মেদ ও প্রভাষক ডাঃ এস.জামান পলাশ,ডাঃ আব্দুল বাসেদ.ডাঃ আওলাদ হোসেন,ডাঃখোদেজা জামান তিন্নি,ডাঃ ইয়াছিন প্রমুখ।
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎকগন এ সেবা প্রদান করবেন। বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবসের দিনে বিগত বছরের ন্যায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ হোমিও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সকল রোগীদের মধ্যে বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বিভিন্এন জাতীয় দিবসে ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু রাখা হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অথ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন