প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুরের ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও চারটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ৬শ’ কোটি টাকা ব্যায়ে উল্লেখিত ৭টি প্রকল্পের উন্নয়ন কাজ শেষ হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব কর্মসূচির উদ্বোধন করবেন। চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এসময় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
যেসব প্রকল্পের উদ্বোধন করা হবে সেগুলো হচ্ছে ঃ ১ হাজার ২শ’ কোটি টাকা ব্যায়ে চাঁদপুর ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ১শ’ ৩৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে সমাপ্ত ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর)’, ১শ’৭০ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (চাঁদপুর)’, ৭ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প, ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্মিত বহুতল ভবন নির্মাণ, ৫১ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে মহান মুক্তিযুদ্ধে অগণন শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ।
এছাড়া ৩০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ প্রস্তাবাধীন ইনষ্টিটিউট অব মেরিন টেকনলজি, ১০৩ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন নির্মাণ, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর পৌরসভার নতুন ভবন নির্মাণ, ৮৮ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর পৌরসভার তত্ত্বাবধানে বোটানিক্যাল গার্ডেন ও শিশু পার্ক নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করবেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে ১ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতিও শেষ করা হয়েছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানটি চাঁদপুর মাল্টিমিডিয়া প্রোডাকশন্স ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে চাঁদপুর পৌর এলাকায় নেটওয়ার্কের মাধ্যমে চাঁদপুর পৌর এলাকায় সম্প্রচার করার উদ্যোগ নেয়া হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জানান, অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।