মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম দক্ষিণ বোরোচর থেকে সোমবার বিকেলে এক অজ্ঞাত যুবক (৩৫)-এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে পথচারীরা চরকাশিম দক্ষিণ বোরোচর এলাকায় মেঘনা নদীর পশ্চিম পাড় থেকে ২শ’ গজ অদূরে পথচারীরা একটি লাশ দেখতে পেয়ে ইউপি সদস্য ও চেয়ারম্যানকে মোবাইলে জানায়। সিরাজ দেওয়ানের জমির লেকু মাঝির মরিচের ক্ষেতের এক কোনে লুঙ্গি পরা ও ফুল হাতা সাদা চেক শার্ট পরিহিত অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের শরীরে কানে, চোখে ও বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। লাশের সুরতহালে বুঝা যায় ডান কানের পাশ দিয়ে গুলি করে বাম চোখের ভেতর দিয়ে গুলি বের হয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে। সে গুলিতে মারা যেতে পারে। তবে ওই যুবককে ৩দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
পথচারী জাকির সর্দার জানান, সকালে টেম্পু ঘাট যাওয়ার সময় এক ছেলে জানায় লেকু মাঝির মরিচ ক্ষেতে একটি লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে গিয়ে দেখি। ইউপি চেয়ারম্যানকে খবর দেই। তবে এই লোককে কখনো আমাদের এলাকায় দেখিনি।
ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ মতলব উত্তর থানার ওসিকে অবহিত করলে বিকেলে থানার এসআই মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার করে লাশের সুরতহাল করে। থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এখলাছপুর ইউপি সদস্য মোঃ জাকির বকাউল ও মিন্নত আলী বেপারী জানান, চরকাশিম বোরোচরে কখনো তাকে দেখিনি, কে বা কারা তাকে মেরে এখানে ফেলে রেখেছে।