ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডের বৈশাখী ভিলার গেইটের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে বাড়ির মালিক আবুল কালাম আজাদের সাথে মিজান শেখের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত সোয়া নয়টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে আসামাত্র আবুল কালাম আজাদ তাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এ নিয়ে ছাত্রলীগের কয়েক শ’ নেতাকর্মী ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনার পরপরই এএসপি হেড কোয়ার্টার সচিন চাকমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, এসআই খালেকুজ্জামান, এএসআই বিপ্লব ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বৈশাখী ভিলায় ব্যাপক তল্লাশী চালায়। এ সময় বৈশাখী ভিলায় আবুল কালাম আজাদ (৫০)কে একটি রিভলবার ও ২১ রাউন্ড গুলি এবং ৩টি খোসাসহ আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজান শেখ তার ব্যক্তিগতকাজে বৈশাখী ভিলার ভাড়াটিয়া সরকারী পিপি অ্যাড. রুহুল আমিনের চেম্বারে মামলা সংক্রান্ত বিষয়ে দেখা করতে আসে। মিজান শেখ তার মোটর সাইকেলটি বৈশাখী ভিলার গেইটের সামনে রেখে অ্যাডভোকেটের চেম্বারে বসে কথা বলে। কিছুক্ষণ পরই আবুল কালাম আজাদ প্রাইভেটকার নিয়ে বাসার গেইটে আসলে মোটর সাইকেলটি দেখতে পেয়ে মিজান শেখের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসে আজাদ তার বাসার দ্বিতীয় তলায় উঠে পড়ে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে।
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ গুলিসহ আজাদকে বুলেটপ্র“ফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। –
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।