(প্রেস বিজ্ঞপ্তি)
সমাজের ছাত্র-ছাত্রীদের মাদক ও ইভটিজিং সচেতনতা ও মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে চাঁদপুরে প্রতিষ্ঠিত অডিও ভিজুয়ালের মাধ্যমে শিক্ষা প্রচারনামূলক স্বেচ্ছাসেবী সংস্থা (ব্রেইভ) এর পৌরসভা ও পুলিশ প্রশাসনের সহায়তায় নির্মিত ছবি ফেরি গতকাল লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রদর্শন করা হয়েছে। কুমার পার্থ প্রতিম দের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিস্ট বিজ্ঞাপন নির্মাতা-নাট্যকার প্রভাষক রূপক রায়, টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলার সভাপতি শরীফ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন, ব্রেইভের সদস্য প্রত্যয়, নাজমুল হক জুয়েল, মেহেদী, সোহাগ, জিএম মোস্তাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানটি দুপুর ১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে পরিচালনার অনুমতি প্রদান করেন এবং শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ব্রেইভের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নারীদের জনকল্যান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরো কর্মসূচী নেওয়ার আহ্বান করেন।
অনুষ্ঠানে সাংবাদিক শরীফ চৌধুরী মেয়েদের কিবাবে সচেতন হতে হবে তার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। নারীরা যাতে আরো বেশি উদ্যমী ও পড়ালেখায় মনোযোগী হয়ে দেশ গঠনে শক্ত ভূমিকা রাখে সে জন্য তাদের প্রতি আহ্বান করেন। অনুষ্ঠানটি মূলত সমাজে বিভিন্ন কারনে আজ শিক্ষার্থীরা তরুনরা মাদকসক্ত হয়ে অপরাধ মূলক কাজে জড়িয়ে নিজের ও পরিবারের জীবন নষ্ট করছেন এবং নারীদের ইভটিজিং স্বীকার ও তার প্রতিরোধে করনীয় নিয়ে ছবির মাধ্যমে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করা হয়েছে। যাতে করে পরিবারের কেউ যদি মাদকাসক্ত বা ইভটিজিং এর স্বিকার হয়ে তার কি পদক্ষেপ নিতে হবে। কিভাবে সমস্যার সমাধান করতে হবে তার ব্যাপারে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। একজন শিক্ষার্থী ইভটিজিং স্বীকার হলে কি করবে বা তার অভিভাবক তা প্রতিরোধের জন্য পুলিশ প্রশাসনকে কিভাবে অবহিত করবে তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি যাতে শিক্ষার্থীরা মনোযোগ প্রদান করেন এবং তার সম্পর্কে প্রকৃত শিক্ষা গ্রহণ করেন সেই জন্য অনুষ্ঠানের শেষে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত তুলে ধরা হয় এবং ভালো বক্তব্য ও মতামতের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কৃতরা হচ্ছে- ৯ম শ্রেণির সুসমিকা জাহান, ফারিয়া মোবাশ্বেরা, মারিয়া মনজিল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন। অনুষ্ঠানটি বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে অনেক উচ্ছাসী মনোভাব দেখা যায়। তারা অনুষ্ঠানটির মাঝে নিজেদের অনেক সমস্যা সম্পর্কে অনুধাবন করছে বলে অনেকের মতামত পাওয়া যায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।