মতলব উত্তর ব্যুরো :
হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ) এর স্মরনে মতলব উত্তর উপজেলার নিজ ছেংগারচর জামে মসজিদ সংলগ্ন মাঠে ২৫ শে নভেম্বর রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত মৌলানা আল আমিন হুজুরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, সুমধুর কন্ঠস্বর হযরত মাওলানা পীরজাদা মোঃ মুফতী ফয়েজুল্লাহ।
বিশেষ বক্তা চ্যানেল আই টেলিভিশন ভাষ্যকার আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, সুমধুর কন্ঠস্বর হযরত মাওলানা মোঃ বদরুল আলম সিলেটি, ¯্রােতা আকর্ষণকারী ¯্রােতি মধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী।
মাহফিল পরিচালনা করবেন শানে রেসালাত ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মোঃ যোবায়ের হোসাইন আনছারী।