স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশন প্রাণ গ্রুপ ও হক গ্রুপের চাঁদপুরস্থ পরিবেশক প্রধানীয়া এন্টারপ্রাইজে আবারো দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক খোকা প্রধানীয়া জানান, ১৮ অক্টোবর রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন সকালে সার্টার খুলে দেখেন ক্যাশ বাঙ্ খোলা এবং ক্যাশ বাঙ্ েথাকা জরুরি কাগজপত্র এলোমেলোভাবে পড়ে আছে। চোর চক্র প্রধানিয়া এন্টারপ্রাইজের চালের টিন কেটে সিলিং ভেঙ্গে দোকানে প্রবেশ করে। দোকানে থাকা সনি ব্র্র্যান্ডের একটি এলসিডি ৪২ ইঞ্চি টেলিভিশন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন দোকানদার জানান, প্রধানীয়া এন্টারপ্রাইজের মালিক বিএনপি নেতা শামছুল হক প্রধানীয়া। এ ঘটনায় খোকা প্রধানীয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।