চাঁদপুর শহরের শপথ চত্বরের পূর্ব-উত্তরে গত প্রায় তিন বছর ধরে কোণাকুণিভাবে নির্মাণাধীন একটি ভবন সকলের দৃষ্টি-বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উত্তর পাশে এবং আঃ করিম পাটোয়ারী সড়কের দক্ষিণ পাশে ত্রিকোণা বা ত্রিভুজাকৃতির ভবনটির টিনের বেড়া শপথ চত্বরে প্রতিনিয়ত যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। উপরোক্ত দুটি সড়ক শপথ চত্বরের পূর্ব সীমানায় যে কোণটিতে এসে মিলিত হয়েছে, ঠিক সে কোণটি ঘেঁষেই উক্ত ভবনটির পশ্চিম প্রান্ত অবস্থিত। চাঁদপুরের হার্ট অব দ্যা টাউন বা শহরের প্রাণকেন্দ্রে সুউচ্চ ভবন বলতে বর্তমানে যেটিকে বুঝায় সেটিই হচ্ছে এই ভবন। ১০ তলার ফাউন্ডেশনে এ ভবনটির ইতিমধ্যে ৮ তলা ছাদের কাজ সম্পন্ন হলেও অন্যান্য কাজ আপাতত বন্ধ। মালিকানাসহ অন্যান্য প্রশ্নে সৃষ্ট জটিলতাই এ ভবনটিকে নিজস্ব আঙ্গিকে প্রকাশের বিষয়টিকে বিলম্বিত করছে বলে জানা গেছে। গতকাল সূর্যাস্তের পূর্বে বিকেল সোয়া ৬টায় চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ নাছির উদ্দিন আহাম্মেদ জানালেন উক্ত ভবন সংক্রান্ত একটি সুখবর। তিনি বললেন, আসন্ন রাতের আঁধার কেটে আগামীকাল (রোববার) যে নূতন সূর্য উঠবে, তার আলোকে রাতের আঁধারসহ এ ভবনটিকে ঘিরে সৃষ্ট সকল আঁধারও কেটে যাবার সম্ভাবনা আছে। অপেক্ষা করুন। সুখবর পাবেন আশা করি।
প্রিয় পাঠক! সৃষ্ট বিবাদ ও বিরোধ আজ মীমাংসা হয়ে গেলেই তারপর জানা যাবে ভবনটির প্রকৃত মালিক কে বা কারা।