মিজান লিটন
চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স আজ বৃস্পতিবার। জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সময় তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। বিদ্যুৎ সপ্তাহ’১৪ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয়Ñজ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার কমিশনার মো. আবদুল মালেক জানান, ১৮ ও ২০ ডিসেম্বর দুই দিন ব্যাপী জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ হবে। প্রথমদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স।
তিনি আরো জানান, আগামী ২০ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ কামাল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।