মতলব দক্ষিণ: নোংরা পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির কারণে সোমবার মতলবের সততা নামে একটি বেকারিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। এ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানকে চারবার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সততা বেকারি ছাড়া আরও ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
দুপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সততা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া আদালত ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সরবরাহ ও বিক্রির কারণে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।