চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ৫ ব্যাক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের মাদ্রাসা রোড, দাসাদী বাজার ও কল্যান্দী চৌরাস্তায় অভিযান চালায়।
এ সময় মাদ্রাসা রোড থেকে মোবারক হোসেনের ছেলে মুন্না (২৪), দাসাদী বাজার থেকে মজিদ গাজীর ছেলে শামীম (২২) ও কল্যান্দী চৌরাস্তা থেকে জলিল বেপারীর ছেলে আরিফ হোসেন বেপারী (২৫) আটক করে। এদের মধ্যে আরিফ হোসেনের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তির উপজেলার বানিয়াচোঁ গ্রাম চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে দু’জনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলো ঃ বরিশাল জেলার আহসান উল্যাহর ছেলে ফখরুদ্দিন উওফে খোকন (৪০) ও মৃত আইয়ুব আলীর ছেলে সুমন হাওলাদার (২৪)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসা রোডের মুন্নাকে তার সহযোগীরা থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়।