মতলব সংবাদদাতা :ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র বিদ্যালয়ের ৪টি বুথে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ১,১৪৪ জন ভোটারের মধ্যে ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৫৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ নাজির প্রধান (বাইশপুর), ৪৫১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ সালাউদ্দিন (বাইশপুর), ৩৩৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন একেএম তোফাজ্জল হোসেন লিটন (নবকলস) ও ৩০৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন পাটওয়ারী মোঃ আলমগীর (চরমুকুন্দি)।
এ ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গোলাম হোসেন সরকার ভোট পেয়েছেন ৩০০, মোশারফ হোসেন টেনু ২৮৬, মোঃ ফরিদ মিয়া ২২০ ও আল মামুন ভোট পেয়েছেন ২১৬। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন।
এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক একেএম মাহবুবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।