মতলবঃ পবিত্র ঈদ-উল ফিতরের বাকি আছে ১৭/১৮ দিন। কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত নারী-পুরুষ ভিড় করছে গার্মেন্টস টেইলার্স, কসমেটিক্সসহ বিভিন্ন শপিং সেন্টারে। মতলব শহরের অলি গলিতে উপচেপড়া ভিড়ের সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে।
পকেটমার, ছিনতাইকারী, মলমপাটি, লবণ পার্টির একটি বিশাল চক্র বাজারের অধিকাংশ অলিগলিতে ওৎ পেতে বসে থাকে। সুযোগ বুঝে পথচারীদের আক্রমণ করে তাদের কাছ থেকে নগদ টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মতলবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে এ ধরনের ঘটনা ঘটছে হরহামেশা। বিশেষ করে মতলব শহরের মধ্য কলাদী, ঘোষপাড়া, টিএন্ডটি, ম্যাক্সি স্ট্যান্ড, পশু হাসপাতালের মোড়, সিঙ্গাপুর প্লাজা, ছাত্তার মাস্টারের মোড়, পূর্ব কলাদী (আক্কাছ কাউন্সিলের বাড়ির সামনে) বাজারের বাইশপুর স্টিলের ব্রিজ সংলগ্ন উত্তর বাইশপুর গুদারাঘাট, সরকারি হাসপাতাল রোড (কড়ই তলা) নিউ হোস্টেলের পরিত্যক্ত ভবন সংলংগ্ন আইসিডিডিআরবি থেকে মতলব ডিগ্রি কলেজ গেইটসহ বেশ কয়েকটি স্থানে। প্রায়ই ছিনতাইসহ নানা ধরনের ঘটনা ঘটছে। এসব অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িতরা রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় রয়েছে বলে সচেতন মহল সাংবাদিকদের জানান।
এসব অপরাধীদের আতঙ্কে থাকে মতলব বাজারের ব্যবসায়ীসহ বাজারে আসা ক্রেতা সাধারণ। উল্লেখিত স্পটগুলোতে পুলিশের টহল সকাল থেকে গভীর রাত পর্যন্ত জোরদার করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।