মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের তাতখানা এলাকায় গতকাল ৮ আগস্ট সকালে তানিয়া (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হান্নান বেপারীর মেয়ে তানিয়ার ওই এলাকার মোস্তফা বেপারীর ছেলে হাসানের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এলাকাবাসীর ধারণা, প্রেমের কারণেই অভিমান করে তানিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তানিয়ার লাশ তার চাচা মিজানুর রহমান বেপারীর ঘরে বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।