মতলবে গরম পানি ছিটকে ঝলসে দিলো এক ব্যবসায়ীকে
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলা আড়ংবাজার এলাকায় চায়ের দোকানদার গরম পানি ছিটকে এক ফার্নিচার ব্যবসায়ীকে ঝলসে দিয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় আড়ংবাজার এলাকার ঈদগাঁও বাজারে মোফাজ্জল হোসেন খাঁন (৩২) কে ছিটকে দিয়ে এ ঘটনা ঘটায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কা জনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
জানা যায়, মতলব দক্ষিণ ডিঙ্গাভাঙ্গার জলিল খাঁনের ছেলে মোফাজ্জল হোসেন খাঁন বাজার করতে ঈদগাঁও বাজারে আসে। এ সময় চায়ের দোকানদার দুলাল বেপারী বাজারের কয়েকজন মানুষকে অযথা গালমন্দ করে। মোফাজ্জল হোসেন খাঁন ও তার জেঠাতো ভাই মাসুদ চায়ের দোকানদার দুলাল বেপারীকে বকাবাদ্ধ না করতে অনুরোধ করে। কিন্তু সে ক্ষিপ্ত হয়ে তার দোকানের চায়ের ক্যাটলি গরম পানি দু’জনে উদ্দেশ্যে ছিটকে মারে। মাসুদ খাঁন সরে গেলেও তার চাচতো ভাই মোফাজ্জল হোসেন খাঁনের পুরো শরীর ঝলসে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কা জনক দেখে ঢাকায় রেফার করে। মোফাজ্জল হোসেন ভাই লোকমান বাদী হয়ে চায়ের দোকানদার দুলাল বেপারী ও তার ছেলে সেলিম এবং দুদুসহ কয়েকজনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।