প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বকাউল বাড়িতে গত ১৯ অক্টোবর গভীর রাতে ফজিলতনেছার ঘরে জানালা কেটে ঘরে ঢুকে চোরের দল। চুরি করে যাওয়ার সময় চোরকে দেখে চিনতে পারায় পারভীন বেগম (৩৮) ও ফজিলতন্নেছা (৮৫)কে মারধর করে চোরের দল।
এলাকাবাসী ও পরিবারের একাধিক লোজন জানান, ওই দিন গভীর রাতে এলাকার রশিদ বকাউলের ছেলে সাদেক, আঃ রাজ্জাকের ছেলে শামীম ও হৃদয়সহ ৪/৫ জন ফজিলতেনেছার ঘরে জানালা কেটে প্রবেশ করে। চুরি করার পর ফজিলতেনেছা টের পেয়ে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন দেঁৗড়ে আসে। এ সময় চোরের দল দেঁৗড়ে পালিয়ে যাওয়ার সময় পারভীন বেগম সাদেককে চিনে ফেলে। পরদিন ২০ অক্টোবর চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে পারভীন বেগম সাদেক গং চুরি করেছে বলে জানায়। চুরি করতে দেখে ফেলায় ওই দিন বিকেলে পারভীন বেগমকে মারধর করে। এ ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়। পরদিন ২১ অক্টোবর পুনরায় সাদেক গংসহ তার বোন কাকলী পারভীন বেগম ও তার শাশুড়ি ফজিলতেননেছাকে মারধর করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দেঁৗড়ে এসে পারভীন বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে পারভীনের ছেলে কাউছার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই শামীম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তে সত্যতা পাওয়া গেছে।