শওকত আলী:
চাঁদপুরের মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজার সংলগ্ন একটি বাড়িতে মঙ্গলবার বিকেলে ‘জুঁই ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ’ নামে নকল তেলসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুমোদন বিহীন ও ভেজাল তেলসহ অন্যান্য দ্রব্যাদি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কারখানার ম্যানেজারসহ তিন কর্মচারীকে আটক করে প্রতিষ্ঠানটি সীলগালা করে দিয়েছে। বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয় কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল জানান, বাজার সংলগ্ন জুম্মান মিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের প্রায় ২০টি কক্ষে কারখানার সরঞ্জামাদি স্থাপন করে বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের কভার ও লেভেল লাগিয়ে এবং বিভিন্ন নামের সামান্য বিকৃতি করে এ প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিপণন কাজ করে আসছে। দ্রব্যাদির মধ্যে জুঁই ব্রান্ডের কাগজ লেভেল লাগিয়ে এ.এস নারিকেল তৈল, বম্বে চানাচুরের লেভেল লাগিয়ে এ.এস চানাচুর, ইস্পাহানী কোম্পানীর লেভেল লাগিয়ে এ.এস চা পাতা, স্কয়ার কোম্পানীর গুড়া মসলার লেভেল লাগিয়ে বিভিন্ন মসলাসহ ৩৩ জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া ভারতীয় ডাবর আমলা, কুমারিকাসহ বিভিন্ন তেলের বোতল ও লেভেলে নামের বিকৃতি করে ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন করছে। ম্যানেজার সবুজ হোসেন তাদের সকল কাগজপত্র আছে বলে দাবি করলেও প্রশাসনকে কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃতরা হচ্ছেন সবুজ হোসেন (৪০), রুবেল খান (৩২), কাইয়ুম (২৯), এমদাদুল হক (৩৬)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানীর নাম ব্যবহার করে দ্রব্যাদি উৎপাদন ও বিপণন করায় তাদেরকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।