স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলায় গত কয়েক মাসে বিভিন্ন বাসাবাড়িতে প্রায় ১০-১২টি চুরির ঘটনা ঘটেছে। এতে করে সর্বস্বান্ত হচ্ছে বাড়ির মালিক ও ভাড়াটিয়াগণ। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় ব্যাপকহারে চুরি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে ৭টি মোটর সাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
চুরি হওয়া ঘরের একাধিক মালিক জানান, আমরা ২-১ দিনের জন্য অথবা কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গেলেই চুরির ঘটনা ঘটে। ইদানীং যে ক�টি চুরির ঘটনা ঘটেছে প্রায় সব দিনেই ঘটেছে। তবে আমরা ধারণা করছি চোরেরা মতলবেরই। তা না হলে চোরেরা কীভাবে জানবে যে আমরা ঘরে নেই, আমাদের ঘরে কী কী আছে। মতলবে যে ক�টি বাসায় চুরি হয়েছে সব বাসাতেই কিছু না কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিলো। বাইরের চোর কীভাবে জানবে যে আমাদের ঘরে কোথায় কী আছে।
মতলবের সচেতন মহল ও জনৈক পৌরবাসী জানায়, ইদানীং মতলবে চুরির হিড়িক পড়েছে। গত কয়েক মাসে ১০-১২টি চুরির ঘটনা ঘটেছে। প্রত্যেকটি বাড়িতেই চুরির ঘটনা ঘটেছে দিনে এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়াগণের অনুপস্থিতিতে। এতে বুঝা যায়, মতলবের বড় কোনো সিন্ডিকেট এসব চুরির ঘটনার সাথে জড়িত।
আরো জানা যায়, হকার বেশে চোররা দেখে যায় ঘরে কী কী আছে। পরে সুযোগ বুঝে চুরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরবাসী জানান, মতলবের বড় সিন্ডিকেট ধরলেই চুরি যাওয়া মালামাল পাওয়া যাবে এবং চুরির হিড়িক অনেকাংশেই কমে যাবে।
জানা যায়, গত ৭ মে গভীর রাতে মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লেয়াকত আলী সরকারের ছেলে রকির একটি মূল্যবান ডিসকভারী মোটরসাইকেল পৈলপাড়া তার নিজ বাড়ি থেকে নিয়ে যায় চোরের দল। গত ৯/৪/২০১৪খ্রিঃ তারিখে নওগাঁও ঢালী বাড়ি থেকে ব্যবসায়ী জসিম উদ্দিন ঢালীর একটি ডিসকভারী মোটর সাইকেল যার নং- ঢাকা মেট্টো-১১-ছ-২৬৫৫ চোরের দল নিয়ে যায়। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন গাড়ির মালিক মোঃ জসিম উদ্দিন। এছাড়া মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আক্কাছের ছোট ভাই মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জিএম মান্নান মেহেদীর ডিসকভারী মোটর সাইকেল তার কলাদীর বাসা থেকে নিয়ে যায় চোরের দল। মুন্সীরহাট এলাকার ব্যবসায়ী আবুল খায়েরের একটি মূল্যবান মোটরসাইকেল তার নিজ বাড়ি দিঘলদী থেকে চোর নিয়ে যায়। বালিকান্দি মিজি বাড়ি থেকেও একটি মোটর সাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মন্টু মেম্বারের একটি ডিসকভারী মোটর সাইকেল বৃহস্পতিবার রাতে দগরপুর বাজারের জয়নাল মাস্টারের বাসা থেকে নিয়ে যায় চোরের দল। উল্লেখিত মোটর সাইকেলগুলো স্ব-স্ব মালিকরা তাদের ঘাড় লকসহ তালা লাগিয়ে রাখে। চোরের সিন্ডিকেট একই কায়দায় প্রত্যেকটি মোটর সাইকেল চুরি করে নিরাপদে পালিয়ে যায় বলে মোটর সাইকেল মালিকরা সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, মতলব দক্ষিণে ৩টি মোটর সাইকেল চুরি হয়েছে বলে আমি জানি। তন্মধ্যে ১টি মামলা হয়েছে এবং ২টি সাধারণ ডায়েরি হয়েছে। বাডক ৪টি মোটর সাইকেল চুরি হওয়ার বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়নি। তবে মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশ প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে। চোর চক্রের একজনকে আটক করতে পারলেই এ ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ সবাইকে ধরা যাবে বলে তিনি মনে করেন। চোর চক্রের সদস্যদের ধরতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।