শাহরিয়ার খাঁন কৌশিক ॥
মতলব উত্তরে বিষ পানে রবিউল ইসলাম(১৮) নামে এক যুবকের রহশ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধায় মতলব উত্তর উপজেলার পুটিয়া গ্রামের মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, পুটিয়া গ্রামের ওজিউল্লা মুন্সির ছেলে রবিউল ইসলাম পারিবারিক কলোহের জের ধরে বিষ পান করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পূর্বে রবিউল ইসলামের করুন মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত্য ঘোষনা করার পরে রবিউল ইসলামের পরিবারের লোকজন ডাক্তারকে মারার জন্য তেরে আসে। এসময় সাংবাদিকরা নিহতের ছবি তুলতে গেলে তারা বাঁধা দেয়। পরে তারা লাশ হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মডেল থানার পুলিশ হাসপাতালে আসলে নিহতের পরিবাররা লাশ রেখে পালিয়ে যায়। পুলিশ ময়নাতদন্ত করার জন্য লাশ থানায় নিয়ে আসে।