মতলব দক্ষিণ উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে একজন ভুয়া সদস্যকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গতকাল ২১ আগস্ট সকাল ১১টায় উপজেলার পিংড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার নাম লিটন বকাউল (২৮)। বাড়ি উপজেলার পিংড়া গ্রামে। সে পিংড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে চাঁদপুরে বসবাস করে।
পুলিশ সূত্রে জানা গেছে, লিটন বকাউল নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদপুরসহ এ উপজেলার পিংড়া ও আশপাশের গ্রামে একাধিক লোকের সঙ্গে প্রতারণা করে আসছিলো। পিংড়া গ্রামের গরু ব্যবসায়ী মোঃ ইলিয়াস মিয়া অভিযোগ করেন, গত রমজান মাসে ওই ব্যক্তিসহ ৩/৪জন তার কাছে এসে ডিবি পুলিশের পরিচয় দেয় এবং একটি মামলা থেকে বাঁচানোর কথা বলে কৌশলে তার কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। গত দু-তিন দিন আগে লিটন তার কাছে আবার আসে এবং তার নামে ঢাকার একটি থানায় মামলা আছে বলে জানায়। পরে ওই মামলা থেকে তাকে রেহাই দেয়ার কথা বলে তার কাছে তিন লাখ টাকা দাবি করে। তিনি লিটনকে ওই টাকা নেয়ার জন্যে গতকাল সোমবার তার বাড়িতে আসতে বলেন। টাকা নেয়ার জন্যে গতকাল সকাল ১০টায় লিটন তার বাড়িতে আসলে তিনি এলাকার লোকজন ডেকে লিটনকে একটি ঘরে আটকে রেখে মুঠোফোনে থানা পুলিশকে খবর দেন। পরে থানার এসআই শাহ নূর পুলিশের কয়েকজন সদস্য নিয়ে ঘটনাস্থলে যান এবং ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক লিটনের কাছ থেকে ডিবি পুলিশের কিছু ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।