প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী সিঙ্গাপুর প্লাজা সংলগ্ন এলাকা থেকে গত ১৫ জুন দুপুর সাড়ে ১২টায় মা শিল্পী রাণী সরকার (৩০) ও ছেলে প্লাবন সরকার (দেড় বছর) খোঁজ মিলছে না। এ ব্যাপারে শিল্পী রাণী সরকারের মা বকুল রাণী সরকার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন সমির চন্দ্র সরকারের মেয়ে ও নিমাই চন্দ্র সরকারের স্ত্রী দুপুর সাড়ে ১২টায় মতলব বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে শিল্পী রাণী সরকার ও তার ছেলে বাড়ি ফিরে না আসায় সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। শিল্পী রাণী সরকারে গায়ের রং ফর্সা, চুল কালো, পরনে খয়েরী রংয়ের মেঙ্ িও মুখম-ল গোলাকার এবং ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ছিল।