রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের মতলবের মহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধূরী মায়া । জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে আজ দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর হোসেন মঞ্জু, ইউএনও মফিুজল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম জর্জ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রুহুল আমিন ,জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কবির উদ্দিনসহ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয় ।