মতলব উত্তর :
বাউল সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাদুল্লাপুর সূফী দরবারের প্রতিষ্ঠাতা সূফী সাধু শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বাউল মেলা। অন্যান্য বছরের ন্যায় গত ২২ নভে¤^র সন্ধায় আনুষ্ঠানিক ভাবে সাদুল্লাপুর সূফী দরবার প্রাঙ্গনে শুরু হয়েছে মেলা। প্রায় ৩০টি স্টলে তিন শতাধিক বাউল শিল্পী মেলায় গান পরিবেশন করবেন। গতকাল ২৩ নভে¤^র থেকে ২৫ নভে¤^র পর্যন্ত অনুষ্ঠান চলবে। এতে সূফী সাধু শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ অংশ গ্রহন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তাছাড়া লক্ষ লক্ষ দর্শকবৃন্দও গান উপভোগ করতে আসেন এ মেলাতে।
আয়োজকরা জানিয়েছেন, সূফী সাধু শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ৫৫তম জন্ম উৎসব উপলক্ষে বাউল মেলা আয়োজন করা হয়েছে শুধু তার ভক্ত আশেকান ও সাধারন মানুষের মধ্যে গানের আলো ছড়িয়ে দিতে। গান মানুষ আত্মার খোরাক হিসেবে উপভোগ করে থাকেন, তাই এই অনুষ্ঠান তিনি মানুষের মাঝে উৎসর্গ করে দিয়ে থাকেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।