মাহবুব আলম লাভলু : জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবছর ৩৩জন টেলেন্টপুল এবং ৭১ জন পরীক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে। এ পরীক্ষায় অংশগ্রহনকারী উপজেলার ৪০টি নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চরকালিয়া উচ্চ বিদ্যালয় সর্বাধিক ১০টি টেলেন্টপুল বৃত্তি পেয়ে মেধাতালিকায় এগিয়ে। স্কুলটি ১০টি টেলেন্টপুল ও ১২ টি সাধারন গ্রেডে মিলিয়ে মোট ২২টি বৃত্তি লাভ করে। অন্যদিকে, ৮টি টেলেন্ট ১৮টি সাধারন গ্রেডের মোট ২৬টি বৃত্তি নিয়ে সর্বাধিক বৃত্তির সংখ্যায় নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয় এগিয়ে।
এছাড়াও টেলেন্টপুল সাধারনগ্রেডে বৃত্তি পাওয়া স্কুলগুলোর মধ্যে দি কার্টার একাডেমী টেলেন্টপুলে ৭টি এবং সাধারন গ্রেডে ৯টি, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি সাধারন গ্রেডে ৭টি, নাওভাঙ্গা-জয়পুর উচ্চ বিদ্যালয় টেলেনাটপুলে ২টি সাধারন গ্রেডে ৩টি, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ২টি সাধারন গ্রেডে ২টি, হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যলয় টেলেন্টপুলে ১টি সাধারন গ্রেডে ১টি, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১টি সাধারন গ্রেডে ১টি, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় টেলেন্টপুরে ১টি, পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় সাধারন গ্রেডে ৫টি, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় সাধারন গ্রেডে ৩টি, নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজ ২টি, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় ২টি বৃত্তি লাভ করে। এছাড়াও ১টি করে সাধারন গ্রেডে’র বৃত্তি লাভ করে উপজেলার মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়, এখলাছপুর উচ্চ বিদ্যালয়, বাগানবাড়ী আইডিয়াল একাডেমী, ঝিনাইয়া উচ্চ বিদ্যারয়, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় এবং মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যলয়। উপলেজার সর্বাধিক ১০টি টেলেন্টপুলসহ মোট ২২টি বৃত্তি পাওয়া চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন টিপু মুন্সির সাথে কথাহলে তিনি বলেন, আসলে স্কুল পরিচালনা কমিটি শিক্ষকদের পাশেথেকে সহযোগীতা করেছে মাত্র। শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের লেখ-পড়া করিয়েছেন বলেই ভালো ফলাফল হয়েছে।