স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদ খানকে আটক করে। সোমবার মতলব উত্তর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কনষ্টেবল আব্দুল করীম ও আব্দুল হক সিএনজি স্কুটার যোগে মতলব উত্তর থেকে তাকে চাঁদপুর আদালতে নিয়ে আসে। পথিমধ্যে ষোলঘর পাকা মসজীদের সামনে আসলে দুই পুলিশ সদস্যকে আহত করে হাতকড়া পরা অবস্থায় সিএনজি থেকে লফিয়ে মাদক বিক্রেতা মাসুদ দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবগত করলে জেলা গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক মাহে আলম ও নজিবুর রহমান সঙ্গিয় সদস্যদের নিয়ে আসামী মাসুদের সন্ধানে নামে। পরবর্তীতে অভিযান চালিয়ে ষোলঘর পাকা মসজীদের বিপরিত রাস্তায় বস্তি এলাকা থেকে পূনরায় তাকে আটক করে। এ ব্যাপারে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহাবুবুর রহমান মোল্লা জানান, চাঁদপুর মডেল থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য
মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে মালাইরকান্দি গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে মাদক বিক্রেতা মাসুদ খানের প্যান্টের পকেট থেকে ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার পরিহিত প্যান্টের পকেটে পলি ব্যাগের ভিতর ইয়াবাগুলো ছিল।
অভিযান পরিচালনা করেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার, এসআই এনামুল হক, এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স।