স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের জামাল গাজী (৩৩)কে ৫০ বোতল ফেন্সিডিলসহ ময়নামতি হাইওয়ে এলাকা থেকে আটক করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ।
পুলিশ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় মামলা দিয়ে তাকে কুমিলস্না জেল হাজতে প্রেরণ করে। এ দিকে ফরাজীকান্দি এলাকার মাদক সম্রাট জামাল গাজীর আটকের খবর শুনে এলাকাবাসীর মধ্যে স্বসত্দি ফিরে এসেছে। জামাল গাজী দাপটের সাথে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে যুব সমাজকে ধ্বংস করার জন্য ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা বিক্রিসহ নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করতো। পাশাপাশি মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভূমি দখল করাটা ছিলো তার পেশা। জানা গেছে, জামাল গাজী এ সকল ত্রাসের রাজত্ব কায়েম করতে নিজের অবৈধ আগ্নেয়াস্ত্রের মাধ্যমে গুলি করে মেরে ফেলার হুমকি দিতো। সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জামাল গাজী জেল হাজতে থাকায় এলাকার সাধারণ মানুষজন স্বসত্দি পেয়েছে। তার নামে একাধিক মামলা আছে বলে অভিযোগ রয়েছৈ। জামাল গাজী গত ৮ সেপ্টেম্বর ফেন্সিডিলসহ (৩০,০০০ হাজার টাকা মূল্যের মাদক নিয়ে) আটক হয়। সে আটক হবার পর পুলিশ তার ঠিকানা জানতে চাইলে সে ভুল তথ্য দেয়। পরে পুলিশ ঐ এলাকায় অনুসন্ধানে গেলে আসল তথ্য বেরিয়ে আসে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জের সাথে আলাপ করলে তিনি জানান, তদনত্দ ছাড়া আমি এ মুহূর্তে বলতে পারছি না। তবে আমি লোক মুখে জানতে পেরেছি জামাল গাজী কুমিলস্নায় মাদক নিয়ে আটক হয়েছে।
জামাল গাজী সম্পর্কে ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের কাছে জানতে চাইলে তিনি বলেন, জামাল গাজী আমার ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের মোঃ গিয়াসউদ্দিন গাজীর ছেলে। গত ক’ দিন যাবৎ লোক মুখে শুনছি সে মাদক নিয়ে কুমিলস্নায় আটক হয়েছে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ক’ ব্যক্তি জানান, জামাল গাজী জমি দখল, বালু মহাল দখল, ফেন্সিডিল, মদ, জুয়া, গাঁজা, ইয়াবাসহ নানা অবৈধ কাজে জড়িত। তার কাছে ১টি অস্ত্র আছে। তাই আমরা ভয়ে কিছু বলি না। আজ ক’দিন হলো সে জেলে থাকায় আমরা স্বাভাবিক চলাফেরা করছি। এ ছাড়া জামাল গাজীর সাথে আরো ক’জন আছে তারা এখন এ কাজে সক্রিয়। তাদেরকে যদি জেলে না নেয়া হয় তাহলে এলাকার সামাজিক অবস্থা ভেঙ্গে পড়বে বলে এলাকাবাসী মনে করেন। জামাল গাজী জেল থেকে যাতে ছাড়া না পায়। সে ছাড়া পেলে অপরাধ কর্মকাণ্ড আরো বেড়ে যাবে। তাকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন মহল তদবির করছে বলে এলাকাবাসী জানায়।