মতলব উত্তর প্রতিনিধি :
‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমুহ বলতে হবে’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ফেস্টুন সহকারে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের বটছায়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ কাজী, পিআইও বেলাল হোসেন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সাংবাদিক কামাল হোসেন খান প্রমুখ। সভা পরিচালনা করেন- সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, দুর্যোগ কখনো কমানো যায় না। তবে বিভিন্ন প্রস্তুতি ও সচেতনতামুলক কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়। তাই দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে বিষয়ে দুর্যোগ পূর্ব সতর্ক বার্তা প্রচার ও বিভিন্ন সতর্কতামুলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তাহলেই দুর্যোগের ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবেলায় বিশ্বের সঙ্গে বাংলাদেশও পূর্ব প্রস্তুতির উপর গুরুত্বারোপ করতে চায়। বিশেষত জনসচেতনতার জন্য দুর্যোগ মোকাবেলার কৌশলগুলো জনগণকে অবহিত করাই মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, খাদ্য নিয়ন্ত্রক শাহ মো. মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালুর রহমান।