মতলব উত্তর উপজেলায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন যে, ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। নতুন আক্রান্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নাম ইয়াসিন মিজি (২২)। তিনি পেশায় একজন সেলসম্যান। তার বাড়ি মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে। তিনি সারোয়ার মিজির ছেলে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে একটি বিস্কুট কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করতেন ইয়াসিন মিজি । ৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তিনি বাড়িতে আসেন। তিনি জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৯ এপ্রিল ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষায় রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন।
দূর্গাপুর ইউনিয়নের সচিব মোঃ মানিক মিয়া জানান, আক্রান্ত রোগীকে নিয়ে যাওয়ার পর রোগীর বাড়িসহ ৬টি বাড়িকে লকডাউন করা হয়েছে। বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই তাকে এনে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি মোটামুটি ভালো আছেন। এর আগে শনাক্ত হওয়া রোগীও ভালো আছেন।