মতলব উত্তর: সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায় ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ৮৮.৮০ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ৭৮ জন। দুপুরে মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিজ কার্যালয়ে বিভিন্ন কেন্দ্রের সচিবদের কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিব ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।
কালিপুর স্কুল ও কলেজ- ১ শ’ ২০ জন পরীক্ষা দিয়ে ৯৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৭৯.১৭। জিপিএ ৫ পেয়েছে ১ জন। বাগানবাড়ী আইডিয়েল একাডেমী – ১ শ’ ২৪ জন প পরীক্ষা দিয়ে ৯৭ জন কৃতকার্য হয়। পাশের হার ৭৮.২৩। জিপিএ পেয়েছে ২ জন। হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় – ৩৭ জন পরীক্ষা দিয়ে ৩৭ জনই কৃতকার্য হয়। পাশের হার শত ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১ জন। মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় – ৬১ জন পরীক্ষা দিয়ে ৪৯ জন কৃতকার্য হয়। পাশের হার ৮০.৩৩। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় – ২৫ জন পরীক্ষা দিয়ে ২৩ জন কৃতকার্য হয়। পাশের হার ৯২.০০।
লুধুয়া স্কুল ও কলেজ – ৬৯ জন পরীক্ষা দিয়ে ৬৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৪.২০।
গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয় – ৪৩ জন পরীক্ষা দিয়ে ৩৭ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৬.০৫।
চরকালিয়া উচ্চ বিদ্যালয় – ১ শ’ ৩৪ জন পরীক্ষা দিয়ে ১২৪ জন কৃতকার্য হয়। পাশের হার ৯২.৫৪। জিপিএ ৫ পেয়েছে ১ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় – ৪৯ জন পরীক্ষা দিয়ে ৪৯ জনই কৃতকার্য হয়। পাশের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় – ৬৩ জন পরীক্ষা দিয়ে ৫৮ জন কৃতকার্য হয়। পাশের হার ৯২.০৬। জমিলাখাতুন উচ্চ বিদ্যালয় – ১ শ’ ৩৫ জন পরীক্ষা দিয়ে ১২৪ জন কৃতকার্য হয়। পাশের হার ৯১.৮৫। জিপিএ ৫ পেয়েছে ১ জন। চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় – ৭৫ জন পরীক্ষা দিয়ে ৬০ জন কৃতকার্য হয়। পাশের হার ৮০.০০।
মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় – ১ শ’ ২১ জন পরীক্ষা দিয়ে ১১৯ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৮.৩৫। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। হাজী মইনউদ্দিন উচ্চ বিদ্যালয় – ৯৬ জন পরীক্ষা দিয়ে ৮০ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৩.৩৩।
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় – ৩৭ জন পরীক্ষা দিয়ে ৩৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৭.৩৩।
নীলনগর উচ্চ বিদ্যালয় ৮০ জন পরীক্ষা দিয়ে ৭৩ জন কৃতকার্য হয়। পাশের হার ৯১.২৫। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ২ শ’ ৫০ জন পরীক্ষা দিয়ে ২১৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৬.৪০। জিপিএ ৫ পেয়েছে ১ জন। ওটারচর উচ্চ বিদ্যালয় ১ শ’ ৫ জন পরীক্ষা দিয়ে ৮২ জন কৃতকার্য হয়। পাশের হার ৭৮.১০।
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়- ৪৫ জন পরীক্ষা দিয়ে ৩৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৮০.০০।
জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় -১ শ’ জন পরীক্ষা দিয়ে ৯৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৬.০০।
শরীফউল্যা উচ্চ বিদ্যালয়-১ শ’ ১৫ জন পরীক্ষা দিয়ে ৯৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৮২.৬১।
ইমামপুর পলীমঙ্গল উচ্চ বিদ্যালয়-১ শ’ ৩৭ জন পরীক্ষা দিয়ে ১২৩ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৯.৭৮। জিপিএ ৫ পেয়েছে ১ জন। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়- ৮৪ জন পরীক্ষা দিয়ে ৭৯ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৪.০৫। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় -১ শ’ ২ জন পরীক্ষা দিয়ে ৯৪ জন কৃতকার্য হয়। পাশের হার ৯০.১৬। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাঁচানী উচ্চ বিদ্যালয় -১ শ’ ৫ জন পরীক্ষা দিয়ে ১০৩ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৮.১০। জিপিএ ৫ পেয়েছে ২ জন। এখলাছপুর উচ্চ বিদ্যালয় -১ শ’ ৩৪ জন পরীক্ষা দিয়ে ১১৯ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৮.৮১। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় -৫৮ জন পরীক্ষা দিয়ে ৩৭ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৪.৮৭। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় -১ শ’ ৩৪ জন পরীক্ষা দিয়ে ১২৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৯৩.২৪। জিপিএ ৫ পেয়েছে ১ জন। অলিপুর উচ্চ বিদ্যালয় -৪১ জন পরীক্ষা দিয়ে ৩৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৫.৩৭। জিপিএ ৫ পেয়েছে ১ জন। বদরপুর আকরিয়া উচ্চ বিদ্যালয় -৬৪ জন পরীক্ষা দিয়ে ৫৫ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৫.৯৪। দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় -৯৮ জন পরীক্ষা দিয়ে ৭৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৭৭.৫৫। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় -৫২ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন কৃতকার্য হয়। পাশের হার ৯০.৩৮। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় -৮১ জন পরীক্ষা দিয়ে ৭১ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৭.৬৫। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। নিশ্চিন্তপুর স্কুল ও কলেজ -১ শ’ ২৩ জন পরীক্ষা দিয়ে ১০৮ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৭.৪০। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। শিকারীকান্দি আকবর আলী উচ্চ বিদ্যালয় -৩৭ জন পরীক্ষা দিয়ে ৩২ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৬.৪৯। নন্দলালপুর উচ্চ বিদ্যালয় -৮৭ জন পরীক্ষা দিয়ে ৭৬ জন কৃতকার্য হয়। পাশের হার ৮৭.৩৬।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।