মনিরুল ইসলাম মনির,মতলব উত্তর :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীর বাজারে ৪টি স্বর্ণের দোকানে বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আন্ত:জেলা ডাকাতদল রাত ৩টার দিকে ৪টি দোকান থেকে ২৮ভরি স্বর্ণ, ৩৪১ভরি রুপা ও দেড় লক্ষাধিক টাকা লুট করে। এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার ষাটনলের মেঘনা নদীতে বালুবাহী বলগেটে ডাকাতিকালে ১জলদস্যুকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
মতলব উত্তর থানা পুলিশ ও কালীর বাজার কমিটি সুত্রে জানা যায়, বুধবার রাত আড়াই টার দিকে স্প্রীডবোট যোগে আন্ত:জেলা ডাকাত দল বাজারের উত্তর পাশ্বের ট্রলার ঘাটে নৌঙ্গর করে। এরপর কোন কিছু বুঝে উঠার আগেই বাজারের নৈশ্যপ্রহরী নুরুল ইসলামকে হাত-পা, মুখ বেঁধে ফেলে রাখে। একই ভাবে বাজারের নৈশ্যপ্রহরী আইয়ুব আলী ও আব্দুল ওহাবকেও বেঁধে রেখে বাজারের ¯^র্ণকার পট্রির জীবন সরকার, কানাই বিশ্বাস, তপন বর্মণ ও সুনীল দাসের স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে লোহার সিন্দুক ভেঙ্গে ডাকাতি করে। এতে জীবন সরকারের দোকান থেকে ১০ভরি স্বর্ণ, ২৩০ভরি রোপা ও নগদ ৫০ হাজার টাকা, কানাই বিশ্বাসের স্বর্ণের দোকান থেকে ১০ভরি স্বর্ণ, ১৬ভরি রুপা ও নগদ ৩০ হাজার টাকা, তপন বর্মণের স্বর্ণের দোকান থেকে ৪ভরি স্বর্ণ, ৭০ভরি রুপা ও নগদ ৬০হাজার টাকা এবং সুনীল দাসের স্বর্ণের দোকান থেকে ৪ভরি স্বর্ণ ও ২৫ভরি রুপা লুট করে ডাকাত দল পালিয়ে যায়।
এ ব্যাপারে কানাই বিশ্বাস বাদী হয়ে বুধবার বিকেলে মতলব উত্তর থানায় ডাকাতি মামলা দায়ের করেছে।
ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে সকালে জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফর, মতলব উত্তর থানার ওসি রোস্তম আলী সিকদার পিপিএম, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নান্নু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির ঘটনায় স্বর্ণকার কানাই বিশ্বাস জানান, বাজারে নিরাপত্তা কর্মী থাকায় আমরা দোকানে থাকিনা। প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। ভোর রাতে বাজারের পাশ্ববর্তী এক কাপড় দোকানদার মোবাইলে জানায়, আমারসহ আরো কয়েকটি ডাকাতি হয়েছে। তাড়াতাড়ি বাজারে আসার জন্য বলে। এরপর দোকানে এসে দেখি আমার দোকানের সিন্দুক ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে গেছে। আমি এখন সর্বশান্ত।
বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রভা সিকিউরিটি সার্ভিসের সদস্য ও ডাকাতি ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে স্প্রীড বোট যোগে অপরিচিত ১০-১২জন ডাকাত সদস্য বাজারে এসে আমাকে বেঁধে ফেলে। ডাকাতদল ডাকাতি ঘটনা ঘটিয়ে যাওয়ার পর আমাদেরকে ব্যবসায়ীরা উদ্ধার করে।
অপরদিকে বুধবার সকালে উপজেলার ষাটনলের মেঘনা নদীতে বলগেটে ডাকাতির চেষ্টাকালে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশের স্প্রীড বোট দেখে ৫ ডাকাত সদস্য পালিয়ে যাওয়ার সময় ষাটনল বাবুর বাজার এলাকার জনতা তাদের ধাওয়া করলে ৪জন পালিয়ে যেতে সক্ষম হলেও শাহজাহান বেপারী (৩০) নামে এক জলদস্যুকে আটক করে স্থানীয় জনতা। পরে মোহনপুর নৌ-পুলিশ তাকে আটক করে মতলব উত্তর থানায় সোপর্দ করে। আটককৃত জলদস্যু মুন্সিগঞ্জের জাজিরা বকচর গ্রামের মৃত. আব্দুল রবের ছেলে।
আটককৃত শাহজাহান বেপারী জানান, তার সাথে একই এলাকার জাকির (২২), সুমন সিকদার(২৪), মামুন সিকদার(২৫) ও শরীফ হোসেন(২৫)সহ বালুবাহী বলগেট থেকে চাঁদা উঠাতে এসেছিলাম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোস্তম আলী সিকদার পিপিএম ডাকাতির ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, ডাকাতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ডাকাতির রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে সম্পৃক্তদের খুঁজে বের করা সহ ডাকাতি মালামাল উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।