রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল (৩০) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার দশানি নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত রাসেল মোহনপুর ইউনিয়নের দশানি এলাকার রঞ্জু মিয়ার ছেলে।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, সকালে এক পক্ষ নদী থেকে বালু উত্তলন করতে গেলে আরেক পক্ষ বাঁধা প্রদান করে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। প্রতিপক্ষের হামলায় এ সময় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করেই প্রতিপক্ষের হামলায় ওই যুবক নিহত হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।