শওকতআলী ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর পৌর এলাকায় বজ্রপাতে আয়াত আলী (৬০) ও আসাবি বেগম (৫০) নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সিকিরচর এলাকার প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে।
নিহত আয়াত আলী ওই বাড়ীর মৃত জব্বার প্রধানিয়ার ছেলে ও অপর নিহত আসাবি বেগম আয়াত আলীর স্ত্রী। তাদের ৪ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল খান জানান, সন্ধ্যার পর বাড়ির আঙ্গিনায় বোরে ধানের খড় উঠানোর কাজ করছিলেন আয়াত আলী ও তার স্ত্রী। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে বাড়ীর লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত বলে ঘোষনা করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বশির আহম্মেদ খান বিষয়টি নিশ্চিত করেন।