মতলব উত্তর:
মোঃ ওমর ফারুক
মতলব উত্তরে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মোঃ ওমর ফারুক (২২) নামে একজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। আহত ওমর ফারুক জানান, প্রায় দু’ মাস পূর্বে মতলব ফেরি ঘাটে আমি একটি পার্সের দোকান দেই। ঐ সময় সিপাইকান্দী এলাকার রাকিব ফরাজী, সাকিল ফরাজী, ওয়াসকুরুনী, বাদল ফরাজীসহ বেশ ক’জন যুবক আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা আমি দেইনি। এরই সূত্র ধরে রোববার সকালে আমার ছোট ভাই মোঃ জহিরের সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে উল্লেখিতদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে পূর্বের দাবিকৃত তাদের টাকা দেইনি বলে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। হামলার সময় ওমর ফারুকের দোকানে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট লুট হয় বলে তিনি জানান।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।