প্রতিনিধি
চাঁদপুরের উপজেলার সুজাতপুর বাজারে মরা গরুর মাংস বিক্রি করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে কসাই বাবুল সরকার (২৮)কে আটক করে। মরা গরুর ১ মন মাংস, গরুর চামড়াসহ ওই কসাইকে আটক করা হয়। আটককৃত কসাই পশ্চিম ইসলামাবাদ গ্রামের মৃত. আবুল হোসেন সরকারের ছেলে। আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মো. নাছির উদ্দিন সরোয়ার ভ্রাম্যমান আদালতে কসাই বাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজাতপুর বাজারের হেলাল উদ্দিন তালুকদারের গোস্ত বিতানে মরা গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বাজার কমিটিকে অবহিত করেন। বাজার কমিটির সভাপতি আবদুল বারেক মোল্লা ও কোষাধ্যক্ষ হাকিম মৃধাসহ বাজারের ব্যবসায়ীরা হেলালকে গোস্ত বিক্রি না করার জন্য বলেন। কিন্তু বাজার কমিটির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন গোস্ত বিক্রির জন্য কসাইদের নির্দেশ প্রদান করলে কসাইরা গোস্ত বিক্রি করতে থাকে। তার নিদের্শ পেয়ে হেলাল মরা গরুর মাংস বিক্রি করতে থাকলে স্থানীয়রা ইউএনও কার্যালয়ে জানিয়ে দেয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার অভিযান চালায়।
সাজাপ্রাপ্ত বাবুল সরকার জানান, সকালে দোকানের মালিক হেলাল দাসের আড়ং এলাকা থেকে বস্তাবর্তি মাংস নিয়ে আসে। তিনি আমাদের বলেন, গরুটির পা ভেঙ্গে যাওয়ায় জবাই করে মাংস আনা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।