প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার মতলব-ঢাকা আঞ্চলিক সড়কে মালবাহী পিকআপ ভ্যান চাপায় গতকাল সোমবার সকালে হযরত আলী ফকির (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার মমরুজকান্দি (আওলা) গ্রামের হযরত আলী ফকির সুজাতপুর বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার সময় মালবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-২৪৮০) সজোরে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা ঘটনা দেখতে পেয়ে গাড়িটি আটক করার চেষ্টা করলে গাড়ির চালক গাড়িটি রাস্তার পাশে ক্ষেতে রেখে পালিয়ে যায়। নিহত হযরত আলী ফকির মমরুজকান্দি গ্রামের মৃত জব্বর আলী প্রধানের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
গাড়ির মালিক ঢাকা ধানমন্ডির রোড-৭/এ, ফ্লাট-এফ-১-এর এমডি মহিউদ্দিন ভঁূইয়া। গাড়ির চালক দুলাল।
পিকআপ ভ্যানটি ঢাকা থেকে চাঁদপুরে শাহজাদী জর্দ্দা নিয়ে যাওয়ার পথে মমরুজকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার ও এসআই এনামুল হক ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করেন।